শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Narendra Modi: দশাশ্বমেধ ঘাটে পুজো দিয়ে মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Kaushik Roy | ১৪ মে ২০২৪ ১৩ : ২৮Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সকালে বারাণসী লোকসভা থেকে মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালে মনোনয়ন জমা দেওয়ার আগে দশাশ্বমেধ ঘাটে পুজোও দেন তিনি। সোমবার রাতেই নিজের কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন মোদি। সেখানে ৬ কিলোমিটার রোড শো করেন। এদিন মনোনয়ন জমা দেওয়ার সময় মোদির সঙ্গে ছিলেন বিজেপি শাসিত প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তবে মনোনয়ন জমা দেওয়ার সময় জেলাশাসকের ঘরে মোদির সঙ্গে ছিলেন শুধুমাত্র উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মনোনয়ন জমার আগে বারাণসীর কাল ভৈরব মন্দিরে গিয়ে পুজো দেন মোদি, বিগ্রহের সামনে দাঁড়িয়ে আরতি করেন। এদিন সকালে প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে কাশীর সঙ্গে তাঁর নিজের সম্পর্কের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ‘২০১৪ সালে আমি কাশী এসেছিলাম। এসেই মনে হয়েছিল আমি এখানে এসেছি না কেউ আমাকে ডেকে পাঠিয়েছে এমন নয়। মা গঙ্গার ডাকে এসেছি আমি। তারপর ১০ বছর কেটে গিয়েছে। এখন আমি বলতে পারি কাশী আমার’।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



05 24